মংহাই থুই মারমা; রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানে বেপরোয়া ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিথোয়াই উ মার্মা (৫০),তিনি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়ার বাসিন্দা নিথোয়াই উ মার্মা সড়কের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের জন্য অবস্থান করছিল,এসময় সড়ক দিয়ে দ্রুতগামী একটি ট্রাক এসে নিথোয়াই উ মার্মাকে ট্রাকের চাকায় চাপা দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা নিথোয়াই উ মার্মাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক গোবিন্দ কুমার শর্মা জানান,দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ও পুলিশ ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতার করেছে এবং নিথোয়াই উ মার্মার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।