নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া:
সাতকানিয়া উপজেলার অন্তর্গত চরতি ইউনিয়নের উত্তর বামনডেঙ্গা উত্তর পাড়া ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুনন্নবী (সাঃ) মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শফিউল আলম নিজামী,মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী,মাওলানা ওমর ফারুক চৌধুরী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া – লোহাগাড়া আসনের এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর শালক ও সাতকানিয়া উপজেলা তাতীঁ লীগের সাধারণ সম্পাদক, মোঃ রুহুলল্লাহ চৌধুরী, মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরতি ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ রেজাউল করীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোহাম্মদ আমিন শরীর, শিক্ষক মোহাম্মদ এরফানুল করীম, সমাজ সেবক মুহাম্মদ বাবুল আরাফাত, ছাত্রলীগ নেতা শিপন প্রমূখ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ইপি সদস্য মোঃ নুরুল আমিন।