মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রতিটি মন্ডপে ২৫ হাজার টাকা হারে অনুদান বিতরণ করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কালি মন্দির, তিনটহরী দুর্গা মন্দিরে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎযাপিত শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসেন অতিথিরা। এসময় মন্দির ও পূজা উদযাপন কমিটি ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করেন।
পরিদর্শনকালে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বী আপামর জনসাধারণ স্বতস্ফুর্তভাবে এবারের পূজা উৎসবমুখরভাবে উপভোগ করছে। দেবীদুর্গার আগমনে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। সকলের ঘরে ঘরে পৌঁছে যাক আনন্দ বার্তা। কোনরুপ প্রতিকূলতা ছাড়াই শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশে শারদ উৎসব উদযাপিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, শাহিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকসহ পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।