রাঙ্গামাটি নিউজ
কোভিড-১৯ এই শীতে প্রভাব বেড়ে চলছে, তাই এই অবস্থায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত প্রতিদিন উপজেলার সদরসহ জনবহুল স্থানে জনগণকে মাস্ক বিতরন ও পরিধান করে চলাচল করতে কঠোর মনোভাব দেখাচ্ছেন।
এদিকে বুধবার আজ সকাল এগারোটায় (২ ডিসেম্বর ) নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান (তিন্নি)উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত ও মাক্স বিতরন পরিচালনা করেন। এই সময় যে সকল ব্যাক্তি মাস্ক পরিধান না করায় ১৮৬০ সনের দন্ড বিধির ২৬৯ ধারা মোতাবেক বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা করেন এবং জরিমানা আদায় করেন।
নানিয়ারচর থানার পুলিশ সদস্যগন নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নিকে ভ্রাম্যমান আদালত ও মাক্স বিতরন পরিচালনায় সহায়তা করেন।