কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে।২৭ই জানুয়ারি বিকাল সাড়ে ৫ টার দিকে হাসপাতালের নীচতলার একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
সন্ধ্যা ৭ টা পর্যন্ত হতাহতের পরিসংখ্যান জানা সম্ভব হয় নি।তবে, আগুন নিয়ন্ত্রণ চলে এসেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে পুরো হাসপাতাল জুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভর্তি রোগীরা জীবন বাঁচানোর তাগিতে দ্রুত হাসপাতাল ত্যাগ করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চলে গেছে। হাসপাতালে সড়কের বিভিন্ন পথে অবস্থান নিয়েছে অনেক রোগী। থেকে যাওয়া রোগিদের হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিকিৎসা দিতে দেখা গেছে।
কর্তব্যরত চিকিৎসক, নার্সরা রোগিদের সেবা নিশ্চিত করছেন। পাশাপাশি রেডক্রিসেন্ট কর্মীদের তৎপরতা চোখে পড়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘন্টাখানেকের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। হাসপাতালের নীচ তলার একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত।
তবে, হতাহতের বিষয়ে জানাতে পারেন নি তিনি।
সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, একটি পরিত্যক্ত কক্ষ থেকে আগুনের সুত্রপাত। ঘটনার পরপরই রোগিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি বিভাগের বহিরাঙ্গণে চিকিৎসাসেবা চলছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় নি।