বাংলাদেশে এখন করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, এখন শীতকাল এই সময় প্রচুর মানুষ কাভিড-১৯ বা করোনাভাইরাস এর আক্রান্ত হওয়ার সম্ববনা রয়েছে, এই সময় গ্রামের মানুষ তেমন মাস্ক ব্যবহার করতেছেনা তাই লোহাগাড়া উপজেলার অন্যতম সোসাইটি কে.এস.আর.সোসাইটি উদ্যোগ নেয় গ্রামের মানুষদের মাস্ক বিতরণ করবে, এই খবর লোহাগাড়া উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান জানতে পরলে (১-১২-২০২০ ইং) কে.এস.আর.সোসাইটির সভাপতি মো:শাহাদাতুল কালাম এর হাতে ২৫০টি মাস্ক উপহার হিসেবে তুলেদেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সোসাইটির সহ-সভাপতি: আবির হোসাইন নয়ন, প্রচার সম্পাদক: আবু তালেব রুকন,সাংগঠনিক সম্পাদক:রাশিদ বিন হুসাইন এবং সদ্যসরা।