রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা সদরে মানবিক প্রতিষ্ঠান ‘হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটিতে নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ উদ্বোধন
আজ মঙ্গলবার (২৬-জানুযারি) সকাল ১১ ঘটিকায় হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কনফিডেন্স বনাম মহসীন কলোনি একাদশ। এ টুর্ণামেন্টে সর্ব মোট ২৪ টিমেট অংশগ্রহণ রয়েছে বলে জানিয়েছেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হান্নান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: শহীদুজ্জামান মহসীন রোমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রাঙ্গামাটি জেলা ক্রিয়া সংস্থা’র সাধারণ সম্পাদক শফিউল আজম, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসীন রানা, অত্র পরিষদের বর্তমান সদস্য অশিষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মো: সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা), ১-নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, ২-নং ওয়ার্ড কাউন্সিলর মো: করিম আকবর, নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট-,২০২১ এর পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হান্নান, সদস্য সচিব মো: বেলাল হোসেন, অর্ধ সম্পাদক মো: সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
উক্ত খেলায় অংশ গ্রহণকারী মহসীন কলোনি একাদশ টিমের অধিনায়ক বলেন, কোভিট-১৯ এর কারণে প্রায় এক বছর খেলাধুলা করতে পারিনি, দেশ এখন অনেকটা স্বাভাবিক হয়েছে, এরি মধ্যে এতো সুন্দর একটি টুর্ণামেন্ট আয়োজন করার ফলে খেলাওয়ারদের মনে প্রফুল্লতা ফিরে এসেছে, এ জন্য অংশ গ্রহণকারী খেলাওয়ারদের পক্ষ থেকে হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।