হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক এবং দৈনিক গিরিদর্পণ এর সম্পাদক জনাব আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব সংবর্ধনায় সিক্ত করলো। অদ্য ২৬ জানুয়ারি রোজ মঙ্গলবার এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ যে, জনাব আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ১৯৬৯ সালে সাংবাদিকতা শুরু করেন এবং পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তিনি দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, বিবিসিসহ অনেক পত্রিকায় কাজ করেছেন।
জনাব এ কে এম মকছুদ আহমেদ কে একুশে পদকে ভূষিত করার জন্য বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমান তরুণ সাংবাদিকদেরকে জনাব এ কে এম মকছুদ আহমেদ কে অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উবাচ মারমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব নিউচিং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ জনাব মফজল আহমদ খান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি জনাব শাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, তাইতংপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারি, রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, রাঙ্গামাটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত , রাজস্থলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক, সাংবাদিক হারাধন কর্মকারসহ, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাংবাদিক চাউচিং মারমা। সঞ্চালনা করেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর খান।