নিজস্ব প্রতিবেদক,শ.ম.গফুর উখিয়া,কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর, সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার ও ঘুমধুম শিক্ষা উন্নয়ন পরিষদের আহবায়ক, ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁর পরিচালক এম.ছৈয়দ আলম এর যৌথ আয়োজনে মুজিব শতবর্ষ ভলিবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্ধোধন হয়েছে।২৫ জানুয়ারী বিকেলে বেতবনিয়া বাজারস্থ মিনি মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন প্রধান অতিথি ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়া,সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
উদ্ধোধনী খেলায় তুমব্রু সিক্স এ সাইড বনাম ঘুমধুম শেখ রাসেল স্নৃতি সংসদ।খেলা পরিচালনা করেন সরাজুল হক মাষ্টার ও ইসমাঈল।
প্রধান অতিথির বক্তব্যে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেছেন,মাদক বিস্তার রোধে খেলা।শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় খেলা।ছাত্র ও যুব সমাজের মেধা বিকাশে খেলা।সর্বোপরি সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলা সহায়ক ভুমিকা রাখে।তাই অবসর সময় খেলাধুলায় কাটিয়ে মাদক থেকে দূরে থাকার কৌশল হিসেবে খেলাধুলার আয়োজন যেন ঝিমিয়ে না পড়ে সকলের প্রতি আহবান জানান।
এসময় আয়োজকদের পক্ষে প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম শিক্ষা উন্নয়ন পরিষদের আহবায়ক এম.ছৈয়দ আলম,আবদুল হামিদ,নুর হোসেন শিকদার,সাবেক যুবলীগ নেতা মাহমদুল হক বাবুল,শাহ কামাল,যুবদল নেতা মুজিবুল হক,মোবাশ্বেরুল হক,মোঃশফিক,পালংখালীর খেলোয়াড় জসিম উদ্দিন,সংবাদকর্মী আজিজুল হক রানা, জসিম উদ্দিন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।