উথোয়াইচিং মারমা;(বান্দরবান প্রতিনিধি):
বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ভিজিডি কার্ড ধারী সদস্যদের মাঝে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫.০১.২০২১)তারিখ বেলা ১১ টায় সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে২০১৯-২০২০ চক্রের ভিজিডি কার্ড ধারী সদস্যদের ব্যাংক মুনাফাসহ ইউনিয়নে ৩নং ওয়ার্ড এর ৩৮ জন কার্ডধারী সদস্যদের মাঝে প্রতিজনকে ২৭৫০ টাকা করে ১লক্ষ ৪৫হাজার টাকা ১০ মাসের সঞ্চয় ফেরত দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুয়ালক ইউনিয়ন চেয়ারম্যান উক্যনু মারমা উপস্থিত থেকে নিজ হাতে সদস্যদের মাঝে সঞ্চয়ের টাকাগুলো প্রদান করেন।
চেয়ারম্যান বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ভিজিডি সদস্যদের সঞ্চয় বিতরণের প্রক্রিয়াটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে পর্যায়ক্রমে দেয়া হচ্ছে।