ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ
গৌরব ঐতিহ্য সংগ্রহ ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
আজ সোমবার (২৫-জানুয়ারি) সকাল ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি সম্মান জানানোর মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়, সকাল ১১ ঘটিকায় দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী হোসেন, সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও বাঘাইছড়ি আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিয় নন্দ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন আল মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাসেল চৌধুরী, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শহিদ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম। বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব, ইউনিয়ন ছাত্রলীগের মোস্তফা, পারবেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: রুবেল হোসেন এর সভাপতিত্বে সম্পন্ন হয়।