শ.ম.গফুর.নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণ আরো প্রায় মাঝে ৪ মাস বাকি।এরই মধ্যে শুরু হয়ে গেছে আগাম প্রচারণা-প্রচারণা।নির্বাচন কে উপলক্ষ্য করে প্রার্থীরা ভোটারদের সাথে দেখা-স্বাক্ষাত, মতবিনিময়, কৌশল বিনিময় শুরু করে দিয়েছেন।সামাজিক,সাংস্কৃতিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের আগাম প্রার্থীতা জানান দিচ্ছেন।রঙ-বেরঙের পোস্টার ছাটিয়ে দোয়া চেয়ে নানা প্রতিশ্রুতিও জানানদিচ্ছেন।সামাজিক কল্যাণে অনেকেই ভোটারের মন রক্ষায় দান-খয়রাত সহ নানা সামগ্রীও বিতরণ করে চলছেন।
তেমনি শীতবস্ত্র,নলকুপ, প্রসাধন সামগ্রী,ফ্রি ঔষধ পথ্য বিতরণ এবং দান-খয়রাত করে যাচ্ছেন।আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সকলের দোয়া,সমর্থন ও রায় প্রত্যাশা করছেন প্রার্থীরা।
ইতিমধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, গত বারের নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মঞ্জুর,নির্দলীয় হিসেবে এড.আব্দুল মালেক,গতবারের নৌকার বিদ্রোহী প্রার্থী আলী আহমদ, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।শাহাদাত হোসেন জুয়েল,এমএ মঞ্জুর,আলী আহমদ,ফজল কাদের ভুট্রো ও নুরুল আবছার চৌধুরী নৌকার টিকিট পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেও মেম্বার প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কবে নাগাদ ভোট গ্রহণ হবে তা জানা না গেলেও সম্ভাব্য তারিখ হিসেবে মে-জুনের মধ্যে তফসিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইরফান উদ্দিন জানান।গেল বারে ২০১৬ সালের ৪ জুন উখিয়ার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনি বলেন,নির্বাচন বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন যে সম্ভাব্য তফসিলের মাস উল্ল্যেখ করেছে,তাতে নিদিষ্ট তারিখ জানাইনি।পালংখালী ইউনিয়নে শেষ ধাপে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।