টুয়েল চাকমা; নানিয়ারচর প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবারকে পাকা ঘর দিলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩.০১.২০২১)তারিখ সকাল ১০.৩০ মিনিট সময়ে ভিডিও কনাফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে এ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে ২৮পরিবারের হাতে জমির দলিলও ঘরের চাবি তুলে দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন শেষে নানিয়ারচর উপজেলার ইউএনও শিউলি রহমান (তিন্নি), সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র উপকারভোগীদের মাঝে তুলে দেন। জমির মালিকানা আর নতুন ঘর পেয়ে খুশিতে স্বস্তির নিশ্বাস ফেলেন গৃহহীনরা।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নানিয়ারচর থানা ইনচার্জ সাব্বির রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজামাল হাওলাদার , মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান,নানিয়ারচর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মাহাদী বিন সুলতান,নানিয়ারচর প্রেস ক্লাবের সম্পাদক নাজমুল হোসেন রনি,স্থানীয় সাংবাদিকবৃন্দ,ইউপি সদস্যাবৃন্দ।
উপকারভোগীরা জমির দলিল হাতে পেয়ে খুশিতে আবেগপ্লুত হয়ে জানায়, যখন সরকার মাথা গোঁজার মতো একটা ঘর দিয়েছে। এখন অনেক ভালো থাকতে পারবো।আল্লাহ শেখ হাসিনার র্দীঘ আয়ু করুক।
উল্লেখ্য যে, প্রশাসনিক সূত্রে জানা যায়,‘ক’ শ্রেণির আওতায় সারাদেশে মোট ৬৯ হাজার ৯০৪টি পরিবার ঘর পাবে।ঘর প্রতি বরাদ্দ রয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। নানিয়ারচর উপজেলায় ঘর পাচ্ছে মোট ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।