গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ধোধন করা হয়।
শনিবার( জানুয়ারী) সকাল ১১.০০ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৬৬হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩হাজার ৭শত ১৫পরিবারকে জমিসহ ব্যারাক পূর্ণবাসন প্রদানের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে লংগদু উপজেলাতে ৩৪টি পরিবারকে জমি ও গৃহের চাবি ও সনদ প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন, লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
লংগদু উপজেলায় বরাদ্দকৃত ৪৫টি ঘরের মধ্যে ৩৪টি সমাপ্ত ঘরের চাবি, জমির কাগজ প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল ও চাদর প্রধানমন্ত্রী,র’ উপহার তুলে দেন স্থানীয় প্রসাশন ও নেতৃবৃন্দ।