মিঠুন সাহা,খাগড়াছড়িll
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১ নং লোগাং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকার অলেন্দ্র কার্বারী পাড়া পরিবার, বিদ্যামহন পাড়া ,হরিগোপাল পাড়ার মধ্যে ২০০ পরিবারের মাঝে এখনো সুপেয় পানির জন্য হাহাকার করতে হয়।
সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরের তিন গ্রামের মধ্যে ২ টি গ্রামের ২০০ জন পরিবারের পানির একমাত্র উৎস জমির পাশের ছড়া পাড়ের একটি কুয়া। গ্রামের লোকজন দৈনন্দিন কাজ ও খাওয়ার জন্য ব্যবহার করেন এই কুয়ার পানি। এই দুই এলাকায় নেই কোনো নলকূপ।
সম্প্রতি গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার ওই দুর্গম এলাকায় গিয়ে দেখা যায়, তিন গ্রামের বেশির ভাগ বাড়ি পাহাড়ের ৩০০ থেকে ৬০০ ফুট ওপরে। পাহাড় থেকে নেমে এসে গ্রামের লোকজন খাওয়ার ও ব্যবহারের জন্য নারীরা নিয়ে যাচ্ছেন কুয়ার পানি।
এলাকাবাসী জানান, শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও তাঁদের পানির কষ্ট। বর্ষায় পাহাড়ি ঢলে ছড়ার পানি বেড়ে কুয়াগুলো ডুবে যায়। তখন ছড়ার ময়লা-আবর্জনাযুক্ত পানি খেতে হয়। ফলে প্রায় সময় গ্রামের লোকজন ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হন। তা ছাড়া মার্চ-এপ্রিল মাসে ছড়ার পানি শুকিয়ে গোসলের পানি পাওয়া যায় না।
নালাত বাধ দিয়ে পানি জমা হলে তখন সেই পানি কোন গোসল করে।
এলাকার মানুষের অভিযোগ, তাঁদের একটাই দাবি—একটি গভীর নলকূপ স্থাপন করা হোক। ভোটের সময় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আশ্বাস দিয়ে যান, কিন্তু পরবর্তী সময়ে ভুলে যান।
হেমন্ত ত্রিপুরা, জগ ত্রিপুরা জানান, তাঁদের বাড়ি ছড়া থেকে ১ কিলোমিটার দূরে পাহাড়ের ওপর। প্রতিদিন তাঁকে চারবার পানি নিতে ছড়ায় আসতে হয়।
পানি নেওয়ার জন্য আসা-যাওয়া করতেই দিন চলে যায়। অনেক সময় এসে কুয়ার পানিতে দেখা যায় ময়লা। এ সময় পানি পরিষ্কার করতে দুই-তিন ঘণ্টা লেগে যায়।
এলাকার মহিলা ইউপি সদস্য জোৎস্না ত্রিপুরা জানান, ইউনিয়ন পরিষদের বাজেট কম। এই কম বাজেট দিয়ে পাথর কেটে গভীর নলকূপ বসানো সম্ভব হয় না। এলাকার পক্ষ থেকে পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সাংসদসহ জনপ্রতিনিধিদের কাছে অনেকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করা হয়েছে। কিন্তু কেউ এগিয়ে আসেননি।
পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মনিতা ত্রিপুরা মুঠোফোনে বলেনঃশুনেছি অলেন্দ্র কার্বারী পাড়া,বিদ্যামহন পাড়ার ত্রিপুরা চাকমা জনগোষ্ঠী আজও সুপেয় পানির জন্য খুব কষ্ট পাচ্ছে।সামনের প্রকল্পের মধ্যে ঐ এলাকায় গভীর নলকূপ স্থাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।