llকাউখালী প্রতিনিধিll
llদিলোয়ারা আক্তারll
কাউখালী উপজেলায় নতুন ভাবে করোনা রোগী সনাক্ত।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি সূত্র থেকে জানা যায় গত ৭ দিন পর্যন্ত ৮ জনের শরীরে নতুনভাবে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।তন্মধ্যে ১জন ছিলো শিশু।আর বাকি ৭জন হলেন বেতবুনিয়া ইউনিয়নের পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল এর পুলিশ সদস্য।
স্থানীয়রা মনে করছেন;শীতকালীন মৌসুম হওয়ায় ,সামাজিক অনুষ্ঠান ও অন্যান্য কারণে চারিদিকে লোকজনের ভীড় বেশি থাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে।তাই আমাদের সবার উচিত নিজ নিজ স্থানেই সচেতন থাকা।স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা।এতে নিজের সুরক্ষা সাথে সমাজ ও দেশকে রক্ষা করা যাবে।
তন্মধ্যে সিভিল সার্জন ডা:বিপাশ খীসা রাঙামাটি জেলার করোনা পরিস্থিতির বর্ণনা করার সময় বলেছেন ;সারাদেশের তুলনায় রাঙ্গামাটি করোনা আক্রান্ত হার ১৩%বেশী।