মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ।
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর পুর্ব নেজাম শাহ পাড়ার মৃত কোরবান আলীর ২য় পুত্র মোহাম্মদ আলী(৪৫) সোমবার(১৮জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১টায় মৃত্যু হয়। মোহাম্মদ আলী ছিলেন একজন সাধারণর গরীব কৃষক, অার্থিক সংকট দেখে গাউছিয়া কমিটি ইসলামপুর ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম এর মাধ্যমে গাউছিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার সহযোগিতায় গাউছিয়া কমিটির ফ্রি এম্বুলেন্স মৃত মোহাম্মদ আলীকে নিয়ে পৌঁছে দেয় তার বাড়িতে।
মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সোলাইমান বলেন, আমার বাবা দীর্ঘ দিন অসুস্থতা ভোগছিলেন চট্টগ্রাম মেডিক্যাল মৃত্যু হলে বাবাকে বাড়িতে নেওয়ার মতো এম্বুলেন্সের খরচ ছিলনা, বিষয়টি গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের অবগত করলে আমার বাবাকে বাড়িতে পৌঁছে দেয়। গাউসিয়া কমিটির এই সেবার প্রতি আমি কৃতজ্ঞ, আমার বাবার শেষ বিদায়ের সাথী হওয়ার জন্য।
এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, আমরা করোনাকালীন সময়ে দাফন কাফন ও ফ্রী এম্বুলেন্স সেবা দিয়া আসছি, আমরা চট্টগ্রামে ১৪৫৪জন সারা দেশে ১৮২০জন জনকে দাফন কাফন,এবং অন্যান্য ধর্মের ২৬জনকে সৎকার করেছি। প্রতিদিন ৮-১০জন রোগীকে আমাদের এই এম্বুলেন্স সেবা দিচ্ছি।