llকামরুল ইসলাম,খাগড়াছড়িll
খাগড়াছড়ি পৌরসভা পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে পৌর সভার সপ্তম পরিষদের নব নির্বাচিত মেয়র “জনাব নির্মলেন্দু চৌধুরী ” মহোদয় কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
আজ রবিবার বিকাল ৫ঘটিকায় জনাব নির্মলেন্দু চৌধুরীর বাসায় গিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।এ সময় খাগড়াছড়ি পৌরসভার সচিব জনাবা খন্দকার পারভিন আক্তার সহ পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভা কতৃক পরিচালিত খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ধর্মরাজ বড়ুয়া,সহকারি প্রধান শিক্ষক জনাব জুবাইরুল ইসলাম (জুয়েল) এবং শালবন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব প্রনব বড়ুয়া এবং সহকারি প্রধান শিক্ষিকা জনাবা নার্গিস আকতার সহ সকল শিক্ষক এবং কর্মচারি উপস্থিত ছিলেন।
জনাব নির্মলেন্দু চৌধুরী বলেন এ শহর হলো আমাদের শহর, এ শহরের উন্নয়ন আমাদের উন্নয়ন। বর্তমান মেয়রের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা করতে হয় তিনি তাই করবেন। কোন হিংসা ভেদাভেদ না রেখে উন্নায়নের ধারা বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব তাঁর উপর অর্পন করেছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন।
তিনি বর্তমানের উন্নয়নের ধারা বজায় রাখার জন্য যে যে মন্ত্রনালয়ে যাওয়ায় প্রয়োজন তিনি সে সে মন্ত্রনালয়ে যাবেন।যেহেতু জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উপর এ দায়িত্ব অর্পন করেন এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, জনাব নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।তিনি নৌকা প্রতীকে বর্তমান মেয়র জনাব রফিকুল আলম কে পরাজিত করে খাগড়াছড়ি পৌর সভার মেয়র হিসাবে নির্বাচিত হন।