বিলাইছড়ি প্রতিনিধি,রাঙ্গামাটি।
১৭ ই জানুয়ারি ২১ ইং রোজ রবিবার রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন বিলাইছড়ি থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ (তদন্ত), বিলাইছড়ি থানা পুলিশের তত্বাবধায়নে এসআই(নিঃ) মোহাম্মদ সোহেল আহমেদ, এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই(নিঃ) গিয়াস উদ্দিন, এএসআই(নিঃ) রুহুল আমিন সঙ্গীয় কং/১৪৬৩ লিটন চন্দ্র নাথ, কং/১৫০৭ ওয়াসিম মিয়া, কং/২১৫৯ আতিকুর রহমান গনসহ বিলাইছড়ি আর্মি জোনের সদস্যদের যৌথ অভিযানে ০২ দিনব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠির ০৭জন সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে এবং ০৬টি আগ্নেয়াস্ত্র, ০২টি ছোরা ও বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বিলাইছড়ি থানায় ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসময় পাহাড়ে অস্ত্রধারী সংগঠনের ৭ জন সন্ত্রাসী হাতে নাতে গ্রেফতার করেছে বিলাইছড়ি থানা পুলিশ। চাইলগ্য ত্রিপুরা (৬০) পিতা-আগাছা ত্রিপুরা বলিয়াম ত্রিপুরা (৪৮) পিতা-চাইলগ্য ত্রিপুরা, বিরমনি ত্রিপুরা,(৪৫) পিতা- মৃত অসাহা ত্রিপুরা, বিষ্ণমনি ত্রিপুরা (৪৪) পিতা-মৃত কংখিলা ত্রিপুরা, সর্বসাং-বাওয়াপাড়া,পোঃ রোয়াংছড়ি, থানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান পার্বত্য জেলা, লক্ষন ত্রিপুরা (৩০) পিতা-মৃত ছুইতরার ত্রিপুরা, সাং-ভূটানপাড়া, পোঃ রাজস্থলী, থানা-রাজস্থলী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা, জীবন ত্রিপুরা (২৬) পিতা-ধনজয়ী ত্রিপুরা, সাং-বাওয়াপাড়া, পোঃ রোয়াংছড়ি, থানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান পার্বত্য জেলা, বীর বাহাদুর ত্রিপুরা (২৬) পিতা-মৃত ফদুলা ত্রিপুরা, সাং-ভূটানপাড়া, পোঃ রাজস্থলী, থানা-রাজস্থলী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।