॥মাহাদি বিন সুলতান॥
আগামী ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী প্রেস ব্রিফিং-এ রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে এ্যাড. মামুনুর রশিদ মামুন’র দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে মনোনয়ন পাওয়ার পর এ্যাড. মামুনুর রশিদ মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং রাঙামাটি পৌর এলাকাবাসীর উদ্দেশ্য তিনি লিখেছেন- “পৌর পিতা নয় পৌর এলাকার সেবক হয়ে কাজ করতে চাই। ‘সিনিয়র সকল সম্প্রদায়ের নাগরিকগণ আমার মাথার মুকুট’ স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন দেখেছি আধুনিক পরিচ্ছন্ন রাঙামাটি পৌরসভার। আমার মত আরো যারা এমন স্বপ্ন দেখে তেমন স্বপ্নবাজ তরুণ প্রজন্মদের সাথে নিয়ে আগামী পৌর নির্বাচনে রাঙামাটির নতুন ভোটারদের ভোটে নতুন স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে যেতে চাই”