(হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি)
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১১টি গ্রামে (কুক্যাছড়ি পাড়া, মদন কার্বারি পাড়া, নোয়াপাড়া, মুবাছড়ি, ছাবছড়া, আমতলী পাড়া, ঝুড়ঝুড়ি পাড়া, ঘিলামূখ আমতলী পাড়া এবং সদরের ২নং হেডম্যান পাড়া, হ্নাড়ামূখ পাড়া ও নয়াঝিড়ি পাড়া)
প্রায় ২৫০টি পরিবারকে (পর্যায়ক্রমে) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসএসসি ২০১৫ ব্যাচের একজন শিক্ষার্থী জানায়, “আমাদের লক্ষ্য ছিল দূর্গম এলাকায় যেখানে শীতের প্রকোপ বেশি সেখানকার বয়স্ক এবং বৃদ্ধ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এক টুকরো উষ্ণতা ছড়ানো।
প্রথমে আমরা ৩০টির মতো শীতবস্ত্র বিতরণের জন্য আমাদের নিজেদের মধ্যে টাকা উত্তোলন করি। পরবর্তীতে আমাদের এ উদ্যোগের ব্যাপারে এগিয়ে আসেন পহর জাঙাল পর্ষদ(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম(রাজস্থলী অঞ্চল কমিটি), বিভিন্ন চাকুরীজীবি, বিভিন্ন জায়গায় অধ্যায়নরত শিক্ষার্থী ও রাজস্থলী হতে হংকং এ অবস্থানরত প্রবাসীবৃন্দ।
এস.এস.সি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও রাজস্থলী উপজেলার অধ্যয়নরত অনেক শিক্ষার্থী এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে”।
মানবতার জয় হোক। আমাদের সকলেরই উচিত যার যা সামর্থ্য আছে তাই নিয়ে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর।