llদিলোয়ারা আক্তার,কাউখালী প্রতিনিধি ll
১২ মে ২০১৮ সালে উদ্ভোধনী হওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট । বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর গ্রাউন্ড স্টেশন দুইটি । ১ম গ্রাউন্ড স্টেশন গাজীপুর ,ঢাকা। ২য় গ্রাউন্ড স্টেশন বেতবুনিয়া ;কাউখালী। কাউখালী উপজেলা “বঙ্গবন্ধু স্যাটেলাইটের ২য় গ্রাউন্ড ” স্টেশন এর জন্য বিখ্যাত।যার পূর্ব নাম ছিল বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র। আজ ১৬ জানুয়ারি ২০২১ রোজ শনিবারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা “বীর বাহাদুর ঊশেসিং”এমপি মহোদয় বেতবুনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান “জনাব অংসুইফ্রু চৌধুরী “।
আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান “জনাব সামশুদ্দোহা চৌধুরী”। আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলায় বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী “বীর বাহাদুর ঊশেসিং” কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান “জনাব সামশুদ্দোহা চৌধুরী” ; “জনাব এরশাদ সরকার” ; “জনাব খইচাবাই তালুকদার” ;আরো অনেকেই।