রাঙ্গুনিয়া মরিয়মনগর কামাল উদ্দিন কন্ট্রাক্টর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া বয়েজ ক্লাবের আয়োজনে মরহুম আলহাজ্ব কামাল উদ্দিন কন্ট্রাক্টর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মরিয়মনগর ব্যাডমিন্টন ক্লাব বনাম পদুয়া ব্যাডমিন্টন ক্লাব এবং ভাই ভাই সিলেট জুটি বনাম দ্যা ফ্রেন্ডস ফাইটার মোগলের হাট জুটি প্রতিদ্বন্ধিতা করে। ২৪টি দল অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৫ জানুয়ারি)রাতে মরিয়মনগর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার। আকতার হোসেন দুলালের সভাপতিত্বে ও মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনএনকে ফাউন্ডেশন’র চেয়ারম্যান খালেদ মাহমুদ।
সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ও মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু ইউসুফ, উত্তরজেলা কৃষক লীগ নেতা আবদুল মান্নান তালুকদার, ক্রীড়ানুরাগী মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক লিমিটেড’র প্রাক্তন ম্যানেজার মাহবুবুল আলম, ইউপি সদস্য বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রহিম, কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস মো. আলমগীর, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এমরান হোসেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক শওকত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজগর আলী প্রমুখ।
বয়েজ ক্লাবের ইয়াছিনুর রহমান আশিক, মো. কুতুব উদ্দিন, মো. ইনতেছার হামিদ, ইয়াছিন আরফাত, ফয়সাল করিম, আশফাকুর রহমান তুষার।