অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েত কাউছারের বিদায় ও নতুন যোগদানকৃত সার্কেল অফিসার রওশন আরা রবকে বরণ করলো সহকর্মীরা। শনিবার(১৬জানুয়ারি) বিকাল ৩ টায় কাপ্তাই বিএফআই ডিসি রেস্ট হাউজে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ,কাউখালী,চন্দ্রঘোনা ও রাজস্থলী থানার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ খান।
কাপ্তাই থানা ওসি (তদন্ত) আতিকুল ইসলামের সঞ্চালনায় বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাউখালী থানার ওসি মোঃ শহিদ উল্লা ,চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, এলপিসি শাখা ব্যবস্থাপক তীর্থ রায়,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,ট্রাফিক টি আই জয়দেব নাথ।
এইসময় পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।