নিজস্ব প্রতিনিধি :
সকাল ১০টায় ১৬ই জানুয়ারি ২১ইং শনিবার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ : ওহাব হাওলাদার(সভাপতি নানিয়িরচর উপজেলা আওয়ামীলীগ), বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক ভূইঁয়া, ডা:কবির হোসেন(প্রাক্তন সাধারণ সম্পাদক)ইউপি সদস্য শফিউল ইসলাম( সফি)সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সন্মানিত সভাপতি মো:তোহিদুল ইসলাম(আকাশ)।
উপস্থিত বক্তব্যে পেশ করেন বুড়িঘাট ৮ নং মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াছিন,১নং টিলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ।এছাড়া বক্তারা বলেন শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন প্রসার ঘটনাকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অভিভাবকদের আগে এগিয়ে আসতে হবে।
এছাড়া বর্তমান করোনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাঁটি হাাঁটি করে এগিয়ে যেতে হবে।সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলতে হবে।
প্রতিষ্ঠান টি ২০১৫ সাল থেকে শুরু হয়ে এই পর্যন্ত সফলতার সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে।পাহাড়ি এলাকায় এই রকম প্রতিষ্ঠান কম দেখা যায়,তাই সফলতার সাথে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে হলে এই সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।এবং বক্তাদের বক্তব্যে উঠে আসে মহিলা মাদ্রাসা কিভাবে করা যায়,আলাদা একটি মহিলা মাদ্রাসা করার উদ্যোগ নিতে হবে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ জন শিক্ষক দ্বারা ৮৬ জন শিক্ষার্থীকে লেখাপড়া করানো হচ্ছে,এখানে ১ম,২য়,নুরানী ও হেফজখানার ক্লাস পরিচালিত হচ্ছে।
মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠান শেষে হাফেজা শামীমা আক্তার (৬নং ওয়ার্ড মেম্বার শফিউল ইসলামের মেয়ে)কে বোরকা প্রদান করা হয়।(উপহার পক্ষে নিয়েছেন বাবা শফিউল ইসলাম মেম্বার )এবং মোনাজাত শেষে সকলকে তবারক বিতরণ করা হয়।