।।খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আজ শনিবার সকাল ৮ টা থেকে পৌরসভার ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে লম্বা লাইন ধরে দাড়িঁয়ে ভোট দিতে আসছে ভোটাররা। পছন্দের প্রার্থীকে শীত উপেক্ষা করে ভোট দিচ্ছে তারা
খাগড়াছড়ি পৌরসভায় ভোটারগণ শীতকে উপেক্ষা করে ভোট দিচ্ছে।
তবে এবার খাগড়াছড়িতে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে । নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন । প্রতিটি কেন্দ্রে মোতায়ান করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ১৮ কেন্দ্রে রয়েছে ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও র্যাব। স্টাইকিং টিমে থাকবে আরো ৩ জন ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এবার নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫৪ জন । নির্বাচনে মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭৩৬জন।