।।খাগড়াছড়ি প্রতিনিধি।।
দেশের ৬১ পৌরসভার পৌর সভার নির্বাচনে দ্বিতীয় ধাপে খাগড়াছড়িতেও যথানিয়মে আগামী কাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যেই মধ্যে সকল কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে ইভিএম মেশিনসহ ভোটের সরঞ্জাম ও অপারেটরগণ।
পৌরসভার ১৮ টি কেন্দ্রে ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।
শনিবার সকাল ৮ টা থেকে শুরু হবে,বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত চলবে।
আজ শুক্রবার বিকেলে ১৮ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয় নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে নিরাপত্তার নিয়োজিত থাকবে ৫শ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব ও বিজিবি।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে থাকবে ১৫ ম্যাজিস্ট্রেট। এছাড়া স্টাইকিং টিমে থাকবে আরো ৩ জন ম্যাজিস্ট্রেট।
খাগড়াছড়ি পৌরসভার ভোটার এবার ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭৩৬জন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে তিনদিন বন্ধ থাকবে মোটর বাইক চলাচল। তাছাড়া নির্বাচনের কারণে কাল খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে পর্যটক পরিবহন বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কারিগরি বিশেষজ্ঞ মো. সাহাব উদ্দিন বলেন,‘ আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। প্রত্যোক কেন্দ্রে মালামাল পৌছে গেছে। এছাড়া ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ’