উথোয়াইচিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় ভাবে মেয়র পদে মনোনয়ন পেয়েছে জাবেদ রেজা।
আগামী ১৪ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের বান্দরবানে পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় ভাবে মনোনয়ন পেলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা।
শুক্রবার (১৫ জানুয়ারী) দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নিশ্চিত করা গেছে। আসন্ন ১৪ ফেব্রুয়ারী হতে যাওয়া পৌর নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে লড়বেন।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বান্দরবান পৌরসভার ভোট গ্রহণের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার বান্দরবান পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহন করা হবে। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহন করা হবে ১৪ ফেব্রুয়ারী।
প্রসঙ্গত, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্ধীতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে।