অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী মন্দির পাহাড়ের সু-উচ্চে শুভ উদ্বোধন করা হলো সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ মন্দির। বৃহস্পতিবার(১৪ জানুয়ারী) সাবেক রাইখালী বাজার চৌধুরী ও মন্দিরের ভূমি দাতা কাননময়ী চৌধুরী এই মন্দিরের উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ন ভট্রাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২১ নং মৌজার হেডম্যান বাজার চৌধুরী উচিং থোয়াই চৌধুরী বাবলু। এইসময় রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্রাচার্য্য সহ শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ছোটন দে এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির এর সাবেক সভাপতি বিপ্লব সেন লাতু।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র গীতাপাঠ করেন ভক্তপ্রবার শ্যামল কান্তি দাশ এবং তাঁর সহযোগীরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।