নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যোগে জেলার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্পের যুব ও যুব মহিলাদেরকে নিয়ে নানিয়ারচর উপজেলায় পাইলট প্রকল্পের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের ফলে আত্নকর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হয়। কর্মশালায় ৫ জন অসুস্থ থাকায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার(১৫জানুয়ারী) সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাঙ্গামাটি প্রাণী সম্পদ অধিদপ্তরের ম্যানেজার কে.বি.ডি কুসুম চাকমা ও যুব উন্নয়ন অধিদপ্তর নানিয়ারচর উপজেলা সহকারী কর্মকর্তা আজিজুল হক। এসময় রাঙ্গামাটি যুব উন্নয়ন কর্মকর্তাদের মাধ্যমে গরু মোটাতাজা করন, গরুর রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা ও গরুর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় এ্যাডভোকেট মামুন ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওয়াহাব হাওলাদার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম.নুরুল আফসার।
প্রশিক্ষণে বক্তারা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করা প্রয়োজন। প্রাণী সম্পদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগীতায় উক্ত পাইলট প্রকল্পের কর্মশালা অংশগ্রহণকারী যুব ও যুব মহিলারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজে স্ব-উদ্যোগে কাজ করে নিজের আত্মকর্মসংস্থান নিজেই তৈরি করে নিতে পারবে।
বক্তারা আরো বলেন, শুধুমাত্র সরকারি চাকরি আশায় না থেকে নিজেকে একজন দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা উচিত। নিজেকে একজন সফল ব্যাক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হলে একদিকে যেমন বেকারত্ব দুর করা সম্ভব হবে তেমনি আরো অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে।