টুয়েল চাকমা; নানিয়ারচর (রাঙামাটি)প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে নানির সাথে বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে বাড়ী ফেরা হলো না শিশু আপন চাকমা(২)।
বৃহস্পতিবার(১৪জানুয়ারী) বিকাল আনুমানিক ৩.০০ মিনিটে নানির সাথে ঘুরতে গিয়ে লেকের পানিতে পড়ে মারা যায়।উল্লেখ্য নানি আপন চাকমা কে লেকের পাড়ে রেখে ছাগল বাধতে যান,পরে নানি আর আপন চাকমাকে না পাওয়ায় স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন,পরে বিকাল ৫.০০ মিনিটে স্থানীয় লোকজন শিশুটিকে লেকের পাড়ে দেখতে পায়। এবং সে নানিয়ারচর উপজেলার বিহার পাড়া কোলোমনি চাকমার পুত্র।
প্রত্যক্ষদর্শী, স্বপন জ্যোতি চাকমা জানান, ঐ সময় প্রতিবেশী লিটনের সহযোগিতায় লেকের পানি থেকে আপন চাকমাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আপন চাকমাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান আপন চাকমার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।