উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে আসন্ন পৌরসভা নির্বাচনে ফের নৌকার প্রতীকীতে মেয়র পদে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলমান দায়িত্বরত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
বুধবার (১৩জানুয়ারী) আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভা শেষে নৌকা প্রতীকের মনোনীত মেয়রদের নাম ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত বিবৃতিতে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী তাঁর মনোনয়ন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বান্দরবান পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র পদে মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কাছে ৩ জনের নাম পাঠায় জেলা আওয়ামী লীগ। তাঁরা হলেন, বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অমল কান্তি দাশ ও হাবিবুর রহমান খোকন ।
এবারে এই বান্দরবান পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২১ইং তারিখ ৩য় দফায় বান্দরবানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।