llখাগড়াছড়ি প্রতিনিধি ll
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে মো. শামছুল হক-কে মনোনয়ন দেয়া হয়। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ- সভাপতি।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাত ৯.০০ঘটিকায় এ তথ্য জানা যায় ।
গত ৩ জানুয়ারি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী খাগড়াছড়ি পৌর সভায় মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি। ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে অপর তিন মনোনয়ন প্রত্যাশী থাকার পরেও আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পেয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মোঃ শামছুল হক।
বর্তমান তিনি মেয়র পদে চলমান দায়িত্বে পালন করছেন।