(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়েও ৬ষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে প্রকাশিত ফলাফলে চূড়ান্তভাবে ১২০ জন স্থান পেয়েছে,৫০ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ৭ম শ্রেণিতে ২০জন,৮ম শ্রেণিতে ২৩জন,৯ম শ্রেণিতে ৫০জনকে শূন্যপদে ভর্তির জন্যে সুযোগ দেয়া হয়েছে।
ভর্তির বিষয়ে প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা হতে মুঠোফোনে জানা যায় যে, আমাদের বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণিতে ১২০ জন শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছে।আরো ৫০ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা রয়েছে। তবে ১২০ শিক্ষার্থী হতে যদি কেউ ভর্তি না হয় তাহলে অপেক্ষমান তালিকা হতে ভর্তির সুযোগ দেয়া হবে।
ভর্তির বিষয়ে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের খুলারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দত্ত চাকমা বলেন যে শিক্ষার্থী আগে আসবে সেই শিক্ষার্থীকে আগে ভর্তি করা হয়। করোনা পরিস্থিতি বিধিনিষেধ বিবেচনায় রেখে চলতি মাস হতেই আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যে প্রতিটি শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে।
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের শিক্ষামন্ত্রী দীপু মনি ভর্তির লটারি কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি ফল ১১ জানুয়ারি ২০২১ রোজ সোমবার বিকেলে প্রকাশ করা হয়েছে।
তবে জানা যায় যে প্রাথমিক ও মাধ্যমিক সংযুক্ত স্কুলগুলোতে লটারির মধ্যমে ১ম শ্রেণিতে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির মধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।