কাউখালী প্রতিনিধি।
দিলোয়ারা আক্তার।
আজ ১১জানুয়ারি ২০২১রোজ সোমবার কাউখালী থানার এস আই শেখ জাবেদ এবং এসআই মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ বেতবুনিয়া রাবার বাগান ফরেনার পুলিশ চেক পোস্ট এলাকায় দুপুর ১•০০ টার পর সুকৌশলে অভিযান চালান।অভিযান চালানোর সময় সিআর ওয়ারেন্টার আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
আসামী কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ধুপছড়ি পাড়ার বাসিন্দা।আসামীর নাম মংচিং থোয়াই মারামা।বয়স ৩১বছর।পিতার নাম তুচা অং মারমা।মাতার নাম পুথা রুই মারমা।মামলা খাগড়াছড়ি, দিঘিনালায় ১নং মামলা,তারিখ ০৩/১১/১৮।
আসামীকে গ্রেপ্তার করে কাউখালী থানায় নিয়ে যাওয়ার পর নথিভুক্ত করে বিকাল তিন ঘটিকায় রাঙ্গামাটি কোর্টে পাঠানো হয়েছে।
এই বিষয়ে তথ্য কাউখালী থানার অফিসার ইনচার্জ “জনাব মোঃশহীদউল্লাহ “নিশ্চিত করেছেন।