মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ।
রাঙ্গুনিয়ায় তপু মালাকা(২৫) হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১০ জানুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন হাজারিহাট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কারো কারো হাতে ‘অপমৃত্যুর শেষ চাই, তপু হত্যার বিচার চাই’ এই শ্লোগানের ফেস্টুন এবং সামনে ‘মাদকমুক্ত পারুয়া চাই’ এই ব্যানারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকার প্রায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণ লাক্ষ করা যায়, তাদের একটাই দাবী তপু মালাকার হত্যার বিচার চাই। সম্প্রতি পারুয়া ইউনিয়নের একটি পুকুর থেকে তপু মালাকার নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই মানববন্ধনের আয়োজন করা হয়৷ এটাকে পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মানববন্ধন থেকে। এছাড়া এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের নজারদারী ও মাদকবিক্রেতাদের আইনের আওতায় আনার আহবান জানান এলাকাবাসী।