কাপ্তাইয়ের রেশম বাগান এলাকা থেকে বন বিভাগ কর্তৃক ধৃত ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ রবিবার (২৯ নভেম্বর) কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্ নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে ধৃত সাপটি অবমুক্ত করা হয়।অবমুক্ত কালিন সময়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এসিএফ মোস্তাফিজুর রহমান, কাপ্তাই রেন্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম, কর্নফুলি রেন্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শনিবার সন্ধ্যায় স্থানীয় জনগণ কাপ্তাই রেশম বাগান এলাকায় এই অজগর সাপটি দেখে বন বিভাগকে খবর দিলে পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে ধরে নিয়ে আসেন।