মোঃ সিরাজুল মনির,চট্টগ্রাম ব্যুরো।
নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা ও দেশীয় খাদ্য উৎপাদনে ভুমিকা রাখায় বাংলাদেশে দেশীয় কাজুবাদাম উৎপাদনকারী ব্রান্ড গ্রীণ গ্রেইন ক্যাসু প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমদ তানভীরকে ১৫ আনসার ব্যাটেলিয়ানের মুজিব বর্ষ বিজয় দিবসের মুজিবকানন সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল ০৯ জানুয়ারি ২০২১ইং নগরীর একটি তারকা হোটেলে মুজিবকানন সম্মাননা ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক কনজুম্যারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্টে এস এম নাজের হোসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু , পরিচালক মঞ্জুর আলম , ভাইস প্রিন্সিপাল জহির আহমদ , আলীকদম কাজু চাষী প্লটের স্বত্তাধিকারী মঞ্জুর কাদের চৌধুরী , ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নারী নেত্রী ও ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ এবং মুজিবকাননের নকশাকার প্রতিষ্ঠাতা ও আনসার-১৫ ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দিন পিভিএম প্রমুখ।