খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচনে ২৯নভেম্বর রবিবার শহরের নারিকেল বাগানস্থ সমিতির কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৩জন সদস্য পদসহ ৭টি পদে ৯প্রার্থীর বিপরীতে ২৩জন প্রার্থী নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা ভোট গ্রহণ শুরু হয়।
মোঃ চেয়ার প্রতীক নিয়ে ১০৬ভোটে সভাপতি হিসেবে জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে তপন কান্তি দে পেয়েছেন ৫৪ভোট এবং মোঃ মনির আহমদ সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ৩৫ভোট পেয়ে এবং সহ-সভাপতি পদে বটগাছ প্রতীকে দীন মোহাম্মদ ৪৮ভোট, সহ-সধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন নলকুপ প্রতীক নিয়ে ৮৯ভোট, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতীকে মো: নুর নবী ১০৭ভোট, কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকে মো: মোস্তফা ৮২ভোটে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে কলসি প্রতীক নিয়ে মো: রফিক উদ্দিন ছিদ্দিকী ১১০ভোট, দোয়েলপাখি প্রতীকে পংকজ বড়ুয়া ৯৪ভোট, টেলিভিশন প্রতীক নিয়ে আবদুল জব্বার ৮০ভোট পেয়ে জয় লাভ করেন।
উক্ত নির্বাচনে জেলা আওয়ামী সভাপতি ও ২৯৮নং মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের উপস্থিতিসহ ১৬৫জন ভোটারের মধ্যে ১৬১ভোটারদের ভোটপ্রদান,
বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী,সাংবাদিকের সরব আগমনে নির্বাচন অঙ্গন পরিপূর্ণ আনন্দ আমেজে টইটম্বুর হয়ে ওঠে।
এই নির্বাচন পরিচালনা করছেন ৩জন সমবায় অফিসার এবং নির্বাচনে অংশ গ্রহণকারীদের পক্ষে ৪জন সমন্বয়কের দায়িত্ব পালন করেন।