বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৩জন ব্যবসায়ীকে অনুদান দিয়েছে র্পাবত্য বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ।
শনিবার(৯জানুয়ারি) বাজারের চৌধুরী মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অনুদানের চেক হস্তান্তর করেন।
পার্বত্য মন্ত্রী বলেন, আগুন থেকে রক্ষা পেতে হলে নিজেদের সচেতন থাকতে হবে। প্রয়োজনে বাড়ীতে বা বাজারের দোকান গুলোতে অগ্নি র্নিবাপক যন্ত্র রাখতে হবে। আগুন থেকে বাচঁতে নিজেদের সচেতনতা ও সর্তকতায় হচ্ছে মূল বিষয়।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিজন ব্যবসায়ীকে ২৫ হাজার করে ১৩ জন ব্যবসায়ীকে মোট ৩লক্ষ ২৫হাজার টাকা চেক দেয়া হয়।
এ সময় বান্দরবান সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা মোঃ তৌছিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুছ, র্নিবাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ডিসেম্বর ২০২০ইং তারিখ বৃহ্সপতিবার বান্দরবান বাজারে সকালে কে.এস.প্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাতে ১৩ টি দোকান আগুনে পুড়ে যায়।