||দিলোয়ারা আক্তার,কাউখালী প্রতিনিধি |।
কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া এক অজ্ঞাত নারীর খোঁজ পাওয়া গিয়েছে।জানা যায়,অজ্ঞাত মহিলার নাম রেহেনা পারভীন।বয়স ৩৭।অজ্ঞাত মহিলাটি চট্টগ্রামের হাটহাজারী ইছাপুর এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।
অজ্ঞাত মহিলাটি চট্টগ্রামের বায়োজীদ এলাকা থেকে নিখোঁজ হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে মাহমুদুল হাসান রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে এসে নিজের মাকে শনাক্ত করেন।জানা যায়,ট্রাক ড্রাইভার আবুল হায়াত ট্রাক বিক্রির বকেয়া বাবদ ৫০ হাজার টাকা বিকাশে পাঠাবে বলায় সেই টাকা উত্তোলন ও মেয়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর তার অর্ধগলিত খোঁজ পাওয়া যায়।
ছেলে মাহমুদুল জানান ;তার মা বাসায় ফিরে না আসলে তার ব্যবহৃত মোবাইলে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়।তখন সেই ট্রাক ড্রাইভারের ফোন ও বন্ধ পাওয়া যায়।মায়ের খোঁজ না পাওয়ায় তারা ২জানুয়ারী বায়োজীদ থানায় ডায়েরী করেন।বায়োজীদ থানায় যোগাযোগ করলে থানার দায়িত্বরত অফিসার জিডি নিশ্চিত করেন।
তবে পুলিশের ধারণা;ট্রাক ড্রাইভার মহিলটিকে খুন করে লাশটি জঙ্গলে ফেলে যায়।
কাউখালী থানার এসআই সালাম জানান,শুক্রবারে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চট্টগ্রামের বায়োজীদ থানাকে সকল তদন্তে সার্বিক সহায়তা করা হয়।