লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম,সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিয়াদকে বিশাল শোডাউন ও পুষ্পমাল্য দিয়ে বরণ করেছে উপজেলার তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মীরা।
২৯ নভেম্বর ( রোববার) বিকেল ৪টায় চট্টগ্রাম শহর থেকে বটতলী মোটর স্টেশনস্হ সিটিজেন পার্কের সামনে পৌঁছলে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা নব ঘোষিত কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ-সভাপতি তারেকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিয়াদকে পুষ্পমাল্য পরিয়ে বরণ করেন।

পরে অসংখ্য নেতৃবৃন্দদেরকে নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় যুবলীগসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্হিত ছিলেন ।
নব গঠিত কমিটিতে স্হান পাওয়ায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি,সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া,দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া,দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহেরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন নব গঠিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম,সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ।
নব গঠিত ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান,জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছোট কাল হতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি ত্যাগী এবং পদবঞ্চিত নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের রাজনীতিকে সক্রীয় ভূমিকা রাখব ইনশাল্লাহ। তিনি আরও জানান,হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের বুক ভরা উঞ্চ অভিনন্দন ভালবাসা পেয়ে আমি সত্যিই গর্বিত, আনন্দিত, উৎপেলিত। তৃণমূল ছাত্রলীগের পাশে থেকে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আমি ঋণী হয়ে গেলাম।