মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ।
রাঙ্গুনিয়ায় নষ্ট টিভি ঠিক করতে বলায় স্ত্রীকে বাঁশ দিয়ে মারধর করেছে স্বামী।
বৃহস্পতিবার(৭জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাদশা বৌদ্যর বাড়ি স্বামী গিয়াসউদ্দিন(৩৬) তার স্ত্রী জুনি আক্তার (৩৩)কে মারধরের ঘটনা ঘটে।
স্ত্রী জুনি আক্তার বলেন, বিকেলে ঘরে পড়ে থাকা নষ্ট টিভি ঠিক করতে বলায় আমাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে একপর্যায়ে আমি মাটিতে পড়ে যায়। আমার ভাই আব্দুল মুবিন খবর পেয়ে আসলেই সেই সরে পড়ে।
গিয়াসউদ্দিনের সাথে পঞ্চাশ হাজার টাকা দেনমোহর ধার্য করে আমার দিয়ে হয়েছিল।
সে প্রায় সময় দেনমোহরের টাকা দিয়ে তালাক দেওয়ার হুমকি দেয় আমাকে। আমার দুই ছেলে এবং তিন মেয়ে নিয়ে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করে আসছি যাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট না হয়। জুনি আক্রারের মেয়ে রুজি আক্তার বলেন আমি নানার বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি আমার আম্মুকে আব্বু বাঁশ দিয়ে মারধর করছে একপর্যায়ে আম্মুর নাক দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছে। জুনি আক্তারের ভাই আব্দুল মুবিন বলেন আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি স্বামী গিয়াসউদ্দিন আমার বোনকে লাথি কিল-ঘুসি দিচ্ছে আমাদের উপস্থিতিতে সেই খ্যান্ত হয়। আমরা রিজু আকতারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।