কাউখালী প্রতিনিধি,দিলোয়ারা আক্তার।
কাউখালীতে এক শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে ধর্ম নিয়ে কাওকে রাজনীতি না করার আহ্বান জানান -“জনাব অংসুইফ্রু চৌধুরী”
৬ জানুয়ারি রোজ বুধবার পোয়াপাড়া আদর্শগ্রাম ফারুকে আজম (রা:) আদর্শ ইসলামিক একাডেমি (ফোরকানিয়া)কাউখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক “জনাব নাজিম উদ্দীন”এর সঞ্চালনায় শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি “জনাব অংসুইপ্রু চৌধুরী”।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান “জনাব শামসুদ্দোহা চৌধুরী”।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক “জনাব এরশাদ সরকার”।উপস্থিত ছিলেন কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “জনাব ক্যাজাই মারমা”।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি “জনাব শফিকুল আলম শফিক”।আরও উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ “জনাব শহিদউল্লা পিপিএম” প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদানের সময় বলেন :ইসলাম একটি শান্তির ধর্ম।ইসলাম কখনও কোনো জাতি, ধর্ম,বর্ণের,মানুষকে আঘাত করার নির্দেশ দেয়না,আঘাত করার সমর্থনও দেয়নি।তাই ধর্ম নিয়ে রাজনীতি করবেন না।
এবং সকলের মঙ্গল কামনা করেন।