।।কাউখালী প্রতিনিধিঃ দিলোয়ারা আক্তার।।
রাঙামাটির কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) শতরুপা তালুকদার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বুধবার (৬ জানুয়ারী) মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ দেওয়া শীতবস্ত্রগুলো কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের কোলাপাড়া ও আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকায় নির্বাহী কর্মকর্তা নিজেই উপস্থিত থেকে পায়ে হেঁটে গিয়ে পথশিশু, বৃদ্ধ,সহ বিভিন্ন বয়সী দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেছে।
তিনি রাঙামাটি নিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদককে মুঠোফোনে জানান, এসব প্রত্যন্ত এলাকায় শীতের তীব্রতা বেশী তাই গরীব ও অসহায়দের শীত নিবারণ করার উদ্দেশ্যে কাউখালী উপজেলা প্রশাসনের এই উদ্যোগ।
তিনি আরো বলেন, এলাকার বিত্তবানরা একটু চেষ্টা করলেই শীতবস্ত্রহীনদের সাহায্য করতে পারে। “আমরা একটু চেষ্টা করলেই শীতবস্ত্রহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উপকার করতেই পারি।”,
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার কাশখালী, রাঙীপাড়া, কাউখালী সদর, আমতলী, পোয়াপাড়া, সুইস গেইট এলাকাগুলোতেও বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন।