llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান বৃষ্টি (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭জন। আহতদের মধ্যে ৫জনই মহিলা। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির আলুটিলা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান বৃষ্টি মাটিরাঙ্গা উপজেলার ভূঁইয়াপাড়া এলাকার হারুন মাস্টারের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য তার মায়ের সাথে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘খাগড়াছড়ি থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এবং মাটিরাঙ্গা থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার আলুটিলা ব্রীজ মোড়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার যাত্রী নুসরাত জাহান বৃষ্টি মারা যায়। আহত হন ৭ জন। পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।’
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) পূর্ণজীবন চাকমা রাঙ্গামাটি নিউজ টোয়েন্টিফোরকে জানান, ‘সড়ক দূর্ঘটনা আহত এমন ৮জন রোগী হাসপাতালে আনলে একজনকে মৃত ঘোষণা করা হয়। এর মধ্যে গুরুতর আহত একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকি ৬ জনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
খাগড়াছড়ি থানার ওসি তদন্ত মো. আবছার জানিয়েছেন, ‘গাড়ি নাম্বার ঢাকা মেট্রো-ন ১৫-৭৫৪২ এবং একটি মাহিদ্রাসহ আটক করা হয়েছে। চালক ও সহকারীরা পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’