কক্সবাজারের পাশের জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৭ হাজার ৭শ ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে শনিবার( ২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কে আটক করা হয়েছে।
কক্সবাজারস্থ র্যাব-১৫ সূত্রে জানাযায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান পরিচালনা করা হয়।এ সময় আটক দুইজনের কাছে থাকা কাপড়ের একটি ব্যাগ থেকে ৭ হাজার ৭শ ৭০পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন-সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত সিজা খিয়াং মার্মার পুত্র সা চু মার্মা( ৪২)ফাইচু মার্মার পুত্র মং প্র মার্মা ৬০।
তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব ককসবাজার -১৫এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
শ.ম.গফুর,উখিয়া,০১৮২২২৪১৮৪৫