llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়ি পুরো শহরের এখন একটাই বিষয়ে আলোচনা কে হচ্ছে নতুন মেয়র? পৌষের কনকনে শীতেও উষ্ণতা ছড়াচ্ছে পৌরসভা নির্বাচন। নির্বাচন সুষ্ঠু হলে হাডাহাড্ডি লড়াই হবে। দুপুর থেকে রাত অব্দি চলছে ভোটের হাওয়া। চায়ের দোকান থেকে অভিজাত অফিস পাড়া সবখানেই একটায় আলোচনা আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচন ঘিরে জোর প্রচার চালাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উঠানবৈঠক, গণসংযোগ, ঘরোয়া সভার মাধ্যমে প্রচার প্রচারণা চলছে। তবে এবার নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। প্রার্থীরা মাঠের প্রচারনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছে প্রচারনা।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি নির্বাচনকে ঘিরে চলছে ভোটের প্রচার। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাপ বাড়ছে। পৌর শহরের অলিগলি সবখানেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোষ্টারই ছেয়ে যাচ্ছে। মেয়র প্রার্থীগণ সহ সকল কাউন্সিলর প্রার্থীরা ঘুরছে ভোটারের দ্বারে দ্বারে ও মাইকিং করে বেশ প্রচারণা চালাচ্ছে।
তবে কে হচ্ছেন খাগড়াছড়ি পৌরসভার পরবর্তী মেয়র? কোন যোগ্য মানুষকে মেয়র হিসেবে খাগড়াছড়িবাসী পেতে যাচ্ছে তা জানতে ও দেখতে অপেক্ষা করতে হবে ১৬ জানুয়ারী পর্যন্ত। কে হচ্ছেন জনগণের সেবক, কে বসছে মসনদে! নির্বাচনে প্রতিদন্ধীতা করছে ৪ মেয়র ও ৫৪ জন কাউন্সিলর প্রার্থী।
তাই প্রার্থীরাও তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে। বিশেষত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ ও গ্রুপে ব্যাপক প্রচারনা চলছে।
নৌকার মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে প্রচার প্রচারনার পাশপাশি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পেইজেও নির্বাচনের প্রচার চালাচ্ছে।
দুইবারের নির্বাচিত বর্তমান মেয়র রফিকুল আলম নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নির্বাচনী প্রচার প্রচারনার আপডেট দিচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী তরুণ সাবেক ছাত্রনেতা মোঃ ইব্রাহীম খলিলও পিছিয়ে নেই, তিনিও ধানের শীর্ষের প্রতীক নিয়ে পৌর শহরের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করছেন।
তবে সদরস্থ শান্তিনগরের বাসিন্দা মোঃ বদিউজ্জামান জানান আঞ্চলিক ভাষায় “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব”যিনি আমাদের এলাকার মসজিদ মন্দির,বিহার সামগ্রিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট সম্পর্ক ও বিচারকার্যে সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট বিচক্ষণ ধারী জনগণের পাশে থাকবে বিবেচনা করে তাকেই ভোট দেব।