শ.ম.গফুর.উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার সামাজিক কল্যাণমুখী সংগঠন “উখিয়ার ঘাট ইয়াং স্টার সোসাইটি ক্লাব” আয়োজিত ঘুমধুমের মরহুম মাষ্টার জহির আহমদ স্নৃতি শর্টপিস ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করা হয়েছে।৫ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ৮ টায় বেতবনিয়া সংলগ্ন কাস্টমস মৈত্রী সড়কের পার্শ্বস্থ মাঠে অনুষ্ঠিত খেলার শুভ উদ্ধোধন করা হয়।এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন।প্রধান অতিথি ছিলেন পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী।
সম্মানিত বিশেষ অতিথি ছিলেন ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম শিক্ষা উন্নয়ন পরিষদের আহবায়ক এম.ছৈয়দ আলম,সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শ.ম.গফুর,মরহুম মাষ্টার জহির আহমদ এর সহোদর ভাই তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদূর রহিম শাওন,উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলম নিসা,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃসোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃওসমান গনি,ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ছৈয়দুর রহমান হীরা,উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান খান,ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরমান সরওয়ার প্রমুখ।
এতে উদ্ধোধনী বক্তব্যে বক্তারা বলেছেন,খেলাধুলা মাদকের কুফল, সামাজিক অনাচার থাকে যুব সমাজ কে বিরত রেখে, সুপ্ত প্রতিভা বিকাশ ও আলোকিত সমাজ বিনির্মানে সহায়ক ভুমিকা রাখে।তাই মাদক ছেড়ে খেলাধুলায় অবসর সময় মনোনিবেশ করার আহবান জানান।
টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন ইয়াং স্টার সোসাইটি ক্লাবের সভাপতি সেলিম আজাদ,সাধারণ সম্পাদক রহিম উল্লাহ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জয়।
উদ্ধোধনী খেলায় অংশ নেয় ঘুমধুম এলেক্স টীম বনাম তুমব্রু উত্তর পাড়া জুনিয়র ক্রিকেট দল।খেলা পরিচালনা করেন থাইংখালী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সদস্য মোজাম্মেল হক।
ধারা ভাষ্যকার ছিলেন আতিক,আসিফ,নুর হোসেন প্রমুখ।