অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কাপ্তাই ইউনিয়ন শাখা ছাত্রলীগ। সোমবার ( ৪ জানুয়ারী) কাপ্তাই ইউপি এলাকার নতুন বাজার সংলগ্ন আনন্দমেলা মাঠে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে অংশ নেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজি শামসুল ইসলাম আজমির , সাবেক ছাত্রনেতা এরশাদ আহম্মদ, সাবেক ছাত্রনেতা শাহ আলম, মোশারফ হোসেন, চন্দন দে, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকতার আলম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোস্তাক আহমেদ, যুবলীগ নেতা নাছির উদ্দিন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই ইউনিয়ন যুুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল, সহ সভাপতি ইউনুছ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিম উদ্দিন, সাধারন সম্পাদক ইলিয়াস, শ্রমিকলীগের সভাপতি মিন্টু দাশ,সেচ্ছাসেবি সংগঠন সেবাবাড়ির সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ফাহিম আব্দুল্লাহ সহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।